ইসরায়েলি হামলার জবাবে পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। শুক্রবার দিবাগত রাতে এই হামলা চালানো হয় এবং এখনো তা অব্যাহত রয়েছে, কারণ ইরানের পক্ষ থেকে এখনো হামলা বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। রেডিও তেহরানের এক খবরে জানানো হয়েছে, এই অভিযানের নাম রাখা হয়েছে ‘ট্রু প্রমিজ-থ্রি’, যার ছদ্মনাম ‘আলী ইবনে আবি তালিব’। ইসরায়েল তাদের প্রতিক্রিয়া জানিয়েছে ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ইরানি হামলার প্রভাব ইতোমধ্যে গোটা ইসরায়েলে ছড়িয়ে পড়েছে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তেল আবিবে সরাসরি আঘাত হানে। স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল জানায়, তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে এবং আরও কয়েকটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত তিনজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।
রিপোর্ট লেখা পর্যন্ত ইরান মোট পাঁচ ধাপে হামলা চালিয়েছে। পঞ্চম ধাপে টাইবেরিয়াস, অধিকৃত গোলান এবং লোয়ার গ্যালিলিতে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। ইসরায়েলি মিডিয়ার বরাতে জানা গেছে, পঞ্চম ধাপে তেল আবিবে ছোড়া ক্ষেপণাস্ত্রে কমপক্ষে ছয়টি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
ইরান দাবি করেছে, তারা ইসরায়েলের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং দুইজন ইসরায়েলি পাইলটকে আটক করেছে। একইসাথে ইসরায়েলও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।
এদিকে, ইরান যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের সামরিক ঘাঁটিগুলোর ওপর হামলার হুঁশিয়ারি দিয়েছে। হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরান, এবং জানিয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখান দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না।