ক্লাব বিশ্বকাপে মাঠে নামার আগে যা বললেন মেসি

স্পোর্টস ডেস্ক

ফুটবলের ইতিহাসে সম্ভাব্য প্রায় সব অর্জনই নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। সর্বোচ্চ ৪৬টি ট্রফি জয়ের মাধ্যমে তিনি এখন পর্যন্ত সবচেয়ে বেশি শিরোপাজয়ী ফুটবলার। এবার নতুন এক অভিযানে নামছেন ‘লা পুলগা’ খ্যাত এই আর্জেন্টাইন মহাতারকা। ক্লাব বিশ্বকাপের নতুন সংস্করণের উদ্বোধনী ম্যাচে মিশরের ক্লাব আল আহলির বিপক্ষে মাঠে নামার আগে ফিফা ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের প্রত্যাশা তুলে ধরেছেন তিনি।

মেসির ঝুলিতে ইতিমধ্যে রয়েছে তিনটি ক্লাব বিশ্বকাপ শিরোপা—২০০৯, ২০১১ এবং ২০১৫ সালে। তবে এবার ভিন্ন রূপে হাজির হচ্ছে এই টুর্নামেন্ট। ফিফা এবারের আসরকে বড় পরিসরে আয়োজন করেছে, যেখানে অংশ নিচ্ছে ৩২টি দল। নতুন ফরম্যাটে থাকছে গ্রুপপর্ব ও নকআউট পর্ব, যা আগের টুর্নামেন্টগুলোর তুলনায় অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ।

৩৭ বছর বয়সী মেসি বলেন, “এটি একটি দারুণ আকর্ষণীয় প্রতিযোগিতা। আগে যেসব দলের হয়ে খেলেছি, তার তুলনায় এবারের প্রত্যাশা ভিন্ন। তবে আমি রোমাঞ্চিত এবং বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে লড়াই করতে মুখিয়ে আছি।”

এবারের ক্লাব বিশ্বকাপে রয়েছে ইউরোপের সফলতম দল রিয়াল মাদ্রিদ, চ্যাম্পিয়নস লিগ জয়ী প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), রানার্সআপ ইন্টার মিলান, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটির মতো শীর্ষ ক্লাব। এসব ক্লাবের ভিড়ে তুলনামূলক নবাগত ইন্টার মায়ামি, যাদের যাত্রা শুরু হয়েছে মাত্র ২০২০ সালে, তাদের হয়ে নেতৃত্ব দিতে যাচ্ছেন মেসি। নতুন এই অভিযানে বিশ্ব চোখ রাখছে মায়ামির ‘১০ নম্বর’-এর দিকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *