‘চ্যালেঞ্জিং চরিত্র আমায় খুব টানে’

শোবিজে প্রবেশ করার ১০ বছরের মধ্যেই বেশকিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন নায়িকা শবনম বুবলী। ব্যক্তিজীবন নিয়ে নানা আলোচনা থাকলেও এই নায়িকার ক্যারিয়ারের গ্রাফ ঊর্ধ্বমুখী। নিজেকে একজন সুঅভিনেত্রী হিসেবেও তিনি প্রমাণ করেছেন। এদিকে, সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি মহানায়িকা সুচিত্রা সেন এবং শাবানার বায়োপিকে অভিনয়ের আগ্রহের কথা জানিয়েছেন। এ প্রসঙ্গে বুবলী বলেন, বলতে গেলে স্পেসিফিক কারও বায়োপিকে অভিনয়ের ইচ্ছা নেই। কিন্তু শিল্পীদের নিজেদের এক্সপ্লোর করার কোনো সীমারেখা নেই। স্পেশালি যদি আমি আমার কথা বলি তাহলে বলবো যে, যেকোনো চ্যালেঞ্জিং চরিত্রই আমায় খুব টানে। সেটা দেশ-বিদেশের যেকোনো চ্যালেঞ্জিং চরিত্রের বায়োপিক হতে পারে, আবার ভালো গল্পও হতে পারে। আমি আসলে বারবার নিজেকে প্রমাণ করতে চাই। কাজটা এনজয় করে করতে চাই। আমাদের লিজেন্ডারি অনেক আর্টিস্ট আছেন। সুচিত্রা সেন ম্যাডাম বা শাবানা ম্যাডামের বায়োপিক হলে অবশ্যই কাজ করতে চাই। প্রসঙ্গত, এবারের  ঈদে বুবলী অভিনীত সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’ ও ‘পিনিক’ মুক্তির গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত সিনেমা দু’টি মুক্তি পায়নি। উল্লেখ্য, সম্প্রতি সজলের সঙ্গে জুটি বেঁধেছেন বুবলী। প্রাথমিকভাবে সিনেমাটির নাম রাখা হয়েছে ‘শাপলা শালুক’। অনুরাগীরাও সিনেমাটি দেখার জন্য মুখিয়ে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *