দক্ষিণ আফ্রিকার প্রথম ব্যাটার হিসেবে কোনো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে সেঞ্চুরি হাঁকালেন এইডেন মার্করাম। গতকাল লর্ডসে আউট হওয়ার আগে ১৩৬ রানের ইনিংস খেলেন প্রোটিয়া ওপেনার। এর আগে কোনো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস ছিল ৬১। ঢাকায় ১৯৯৮ আইসিসি নকআউট টুর্নামেন্ট জয়ের পথে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংসটি খেলেন হ্যান্সি ক্রনিয়ে। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মার্করামের সেঞ্চুরিতে রেকর্ড হয়েছে বেশ কয়েকটি। ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ব্যাটার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে সেঞ্চুরি করেছেন এই ৩০ বছর বয়সী তারকা। আগের দুটি তিন অঙ্কের ফিগার ছিল অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও ট্রাভিস হেডের। এছাড়া এই ভেন্যুতে আইসিসি ইভেন্টের ফাইনালে সেঞ্চুরি করা ব্যাটারদের মধ্যে তৃতীয় মার্করাম। আগের দুই সেঞ্চুরিয়ান দুই ক্যারিবিয়ান কিংবদন্তি ক্লাইভ লয়েড ও ভিভ রিচার্ডস। বিদেশি ক্রিকেটারদের মধ্যে টেস্টের চতুর্থ ইনিংসে লর্ডসে শতক হাঁকানো ষষ্ঠ ব্যাটার মার্করাম। এর আগের সেঞ্চুরিয়ানরা হলেন গর্ডন গ্রিনিজ (২১৪, সাল ১৯৪৮), রয় ফ্রেডরিক্স (১৩৮, ১৯৭৬), মাইকেল ক্লার্ক (১৩৬, ২০০৯), অজিত আগারকার (১০৯*, ২০০২) ও স্যার ডন ব্র্যাডম্যান (১০২*, ১৯৩৮)। এছাড়া লাল বলের ক্রিকেটে ওপেনারদের মধ্যে চতুর্থ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরিধারীদের তালিকাতেও নাম লিখিয়েছেন মার্করাম। চতুর্থ ইনিংসে ৪টি করে শতরান আছে সুনিল গাভাস্কার ও গ্রায়েম স্মিথের। মার্করামসহ ৩টি করে শতক আছে হাবার্ট সাটক্লিফ, গ্রফি বয়কট, গর্ডন গ্রিনিজ ও গ্রাহাম গুচ।
ফাইনালে সেঞ্চুরি হাঁকিয়ে কিংবদন্তিদের পাশে মার্করাম