শ্রীলঙ্কা বাংলাদেশ সফরের টেস্ট সিরিজ শুরুর মাত্র দুই দিন আগে ঘোষণা করেছে ১৮ সদস্যের দল। চমক হিসেবে জায়গা পেয়েছেন ছয় নতুন মুখ—লাহিরু উদারা, পাসিন্দা সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রত্নানায়েকে, থারিন্দু রত্নানায়েকে এবং ঈশিতা ভিজেসুন্দরা। অভিষেকের অপেক্ষায় থাকা এই তরুণরা প্রথমবারের মতো সুযোগ পেলেন জাতীয় টেস্ট দলে।
এই সিরিজেও শ্রীলঙ্কার অধিনায়কত্ব করবেন ধনাঞ্জয়া ডি সিলভা। বিশেষ দৃষ্টিতে থাকবে অ্যাঞ্জেলো ম্যাথুসকে, যিনি গলে সিরিজের প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন। ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার ২০০৯ সালে গলেই পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্ট খেলেছিলেন। এবার একই ভেন্যুতে নামবেন বিদায়ী ম্যাচে।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার এই দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ১৭ জুন গলে, দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ২৫ জুন কলম্বোতে। এই সিরিজ দিয়েই শুরু হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ সালের নতুন চক্র।