রবিবার (২১ সেপ্টেম্বর) এক অভিনন্দন বার্তায় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রবাসে যুবদলের শক্তিশালী অবস্থান গড়ে তোলার জন্য ফ্রান্স যুবদলের সভাপতি হিসাবে মৌলভীবাজার জেলার কৃতিসন্তান আব্দুল মালেক, সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লায়েক আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম ছায়েম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
এম. এ. মুহিত আরো বলেন, বিদেশে অবস্থানরত নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মসূচি প্রবাসের মাঠে তুলে ধরবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করবেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণ হবে, তাতে ভূমিকা রাখতে ফ্রান্স নবগঠিত যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
