শ্রীলঙ্কার দলে নতুন ছয় মুখ, ম্যাথুসের শেষ টেস্ট গলে
শ্রীলঙ্কা বাংলাদেশ সফরের টেস্ট সিরিজ শুরুর মাত্র দুই দিন আগে ঘোষণা করেছে ১৮ সদস্যের দল। চমক হিসেবে জায়গা পেয়েছেন ছয় নতুন মুখ—লাহিরু উদারা, পাসিন্দা সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রত্নানায়েকে, থারিন্দু রত্নানায়েকে এবং ঈশিতা ভিজেসুন্দরা। অভিষেকের অপেক্ষায় থাকা এই তরুণরা প্রথমবারের মতো সুযোগ পেলেন জাতীয় টেস্ট দলে। এই সিরিজেও শ্রীলঙ্কার অধিনায়কত্ব করবেন ধনাঞ্জয়া ডি সিলভা। বিশেষ…